ইস্কন বর্ণাশ্রম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অনলাইন বর্ণাশ্রম কলেজ থেকে এখন অনলাইনে বাংলা ভাষায় শুরু হচ্ছে ভক্তি শাস্ত্রী। শ্রীল প্রভুপাদের পরিকল্পনা ছিল যে সকল ভক্তরা এই সমস্ত শাস্ত্রীয় কোর্সগুলিতে অংশগ্রহণ করবেন এবং কৃষ্ণভক্তির যথাযথ বিচার-আচার ও প্রচারে সুদক্ষ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে ফলপ্রসূ করবেন।
কোর্সে অংশগ্রহণের যোগ্যতাঃ
# কমপক্ষ্যে বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে প্রতিদিন কমপক্ষ্যে ১৬ মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছেন।
# কমপক্ষ্যে বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে অব্যার্থভাবে নিম্নোক্ত ৪টি নিয়ম পালন করছেন।
- আমিষ আহার বর্জন (এমনকি পেঁয়াজ, রসুন)
- সকল প্রকার নেশা বর্জন (এমনকি চা কফি)
- দ্যূত ক্রীড়া বর্জন (তাস, পাশা, জুয়া খেলা ইত্যাদি)
- অবৈধ সঙ্গ বর্জন (বিবাহ বহির্ভূত স্ত্রী-পুরুষ সম্বন্ধ)
# নিয়মিত শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করছেন
# কমপক্ষ্যে একবার শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করেছেন
# কমপক্ষ্যে বিগত ১ বছর বা তার অধিক সময় ধরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রচার ধারায় যুক্ত আছেন।
কোর্স শুরু ২৬শে অক্টোবর, ২০২০
ক্লাসের দিনঃ প্রতি বুধবার ও শুক্রবার
ক্লাসের সময়ঃ সন্ধ্যা ৬.৩০-৮.০০ (ভারতীয় সময়)
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ টেলিগ্রাম +917384104165
মহাপুরুষকে পত্র, লস এঞ্জেলস্, ৭ই ফেব্রুয়ারী, ১৯৬৯